ভিডিও শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

নওগাঁয় নৌকা থেকে পড়ে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার 

নওগাঁয় নৌকা থেকে পড়ে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার, ছবি: দৈনিক করতোয়া।

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে প্রতিমা বিসর্জনের নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজের ২৪ ঘন্টা পর স্কুল ছাত্র রনি হালদারের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে শ্মশান ঘাট এলাকায় আত্রাই নদী থেকে তার লাশটি উদ্ধার করা হয়। 

নিহত রণি পাশ্ববর্তী মান্দা উপজেলার পশ্চিম বানডুবি গ্রামের রনজিত হালদারের পুত্র এবং বানডুবি হাজী ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র বলে জানা গেছে। গত বৃহস্পতিবার বিজয়া দশমীর সন্ধ্যায় আত্রাই নদীর ব্রীজ এলাকায় প্রতিমা বিসর্জনের নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়। ঘটনার পরপরই ফায়ার সভিসের ডুবুরি দল রনিকে উদ্ধারে অভিযান শুরু করে। বৃহস্পতিবার অনেক রাত পর্যন্ত তাকে উদ্ধারে ব্যর্থ হলে রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দলসহ দুটি দল শুক্রবার সকাল থেকে বিকেল সাড়ে ৫ পর্যন্ত তাকে খুঁজে না পেয়ে ফিরে আসেন। সন্ধ্যা ৬ টার দিকে গৌতম নামের এক মৎস্যজীবী নদীতে মাছ মেরে নৌকা শ্মশান ঘাট এলাকা দিয়ে আসার সময় রনির লাশ ভেসে উঠতে দেখে লাশটি তার নৌকায় তুলে নেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল লাশটি উদ্ধার করে নিয়ে আসে।

 রনির স্বজনরা জানান, প্রতিমা বিসর্জনে অংশ নিতে রনি বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে মহাদেবপুরে তার মামার বাড়িতে আসে এবং নদীতে নৌকায় প্রতিমা তুলে নৌকা খেলায় অংশ নিতে অন্যদের সাথে সেও নৌকায় ওঠে। মহাদেবপুর থানার (ওসি) মো. শাহীন রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ রনির লাশ সন্ধ্যার দিকে নদী থেকে উদ্ধার করা হয়েছে।

 

আরও পড়ুন

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজীবন সম্মাননা পেলেন দৈনিক করতোয়ার সম্পাদক

স্বর্ণের ভরি দুই লাখ ছুঁইছুঁই

দেশ বিদেশ থেকে ‘শেষের গল্প’তে দীপার অভিনয়ের প্রশংসায় দর্শক

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে: প্রধান উপদেষ্টা

মা ইলিশ রক্ষায় ১৭টি যুদ্ধজাহাজ মোতায়েন নৌবাহিনীর

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯৫৬