ভিডিও শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডিঙি নৌকাবাইচ দেখতে উৎসুক জনতার ভিড়

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডিঙি নৌকাবাইচ দেখতে উৎসুক জনতার ভিড়। ছবি : দৈনিক করতোয়া

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: মরহুম শামছুল পাগলার স্মৃতিচারণে ঐতিহ্যবাহী ডিঙি নৌকা বাইচের আয়োজন করেছে স্থানীয়রা। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খাড়াপাড়া ইন্তুর ঘাটের পূর্বদিকে বারোমাসিয়া নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত হচ্ছে। সাত দিনব্যাপী এই ডিঙি নৌকা বাইচ দেখতে দুই তীরে হাজারও উৎসুক জনতা উপভোগ করে।

ওই এলাকার তরুণ যুব সমাজসহ স্থানীয়দের আয়োজনে সাত দিনব্যাপী ডিঙি নৌকা বাইচ শুরু করা হয়। তৃতীয় দিনের মতো আজ শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে ডিঙি নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। আয়োজক কমিটির অন্যতম সদস্য দুলাল মিয়া জানান, মরহুম শামছুল পাগলার ১১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাত দিনব্যাপী ডিঙি নৌকা বাইচের আয়োজন করা হয়। স্থানীয় ও দূর-দূরান্ত থেকে ৮ থেকে ১০টি ডিঙি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

খেলায় প্রথম পুরস্কার একটি ছাগল, দ্বিতীয় পুরস্কার একটি বাটন ফোন, তৃতীয় পুরস্কার দেয়াল ঘড়ি ও চতুর্থ পুরস্কার হিসেবে থাকছে একটি ছাতা। শিক্ষার্থী রফিকুল ইসলাম ও  রুবিনা খাতুন জানান, আমাদের এলাকায় এই প্রথম ছোট ছোট ডিঙি নৌকা বাইচের আয়োজন করেছে। বাড়ির পাশে হওয়ায় প্রতিটি নৌকা বাইচ উপভোগ করছি।

আরও পড়ুন

ওই ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, স্থানীয়রা এই প্রথম মরহুম শামছুল পাগলার স্মৃতিচারণে সাত দিনব্যাপী নৌকা বাইচের আয়োজন করেছে। আশা রাখি শান্তিপূর্ণ পরিবেশে এই সাত দিনব্যাপী ডিঙি নৌকাবাইচের সমাপ্তি হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯৫৬

দর্শকের প্রিয় হয়ে উঠছেন রেহান

কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করে প্রতারিত হয়েছি: নাহিদ

রংপুরে ছেলের বউকে ধর্ষণ ও  যৌন হয়রানির ঘটনায় নিহত গৃহবধূর স্বামী সোহান আটক

আমি মেয়েদের সঙ্গে আরো বেশি দিন বাঁচতে চাই : তিন্নি

উজিরপুরে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই