ভিডিও শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

বগুড়ার ধুনটে জনতার ধাওয়া খেয়ে নদীতে ডুবে ছিনতাইকারীর মৃত্যু

বগুড়ার ধুনটে জনতার ধাওয়া খেয়ে নদীতে ডুবে ছিনতাইকারীর মৃত্যু

ধুনট (বগুড়া) প্রতিনিধি: ধুনট উপজেলায় মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় জনতার ধাওয়া খেয়ে আত্মরক্ষায় বাঙালি নদীতে লাফ দিয়ে অজ্ঞাত এক ছিনতাইকারীর (৪৫) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা ১১টায় ধুনট সদরের বথুয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নদী থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১১টার দিকে বথুয়াবাড়ী বাজারে এক অজ্ঞাত পথচারীর মোবাইল ফোন ছিনতাই করলে স্থানীয়রা সেটা দেখে তাকে ধাওয়া করে। এসময় ওই ছিনতাইকারী আত্মরক্ষায় দৌড়ে পালানোর চেষ্টা করে।  এক পর্যায়ে সে বথুয়াবাড়ী শ্মশান ঘাট এলাকায় বাঙালি নদীতে ঝাঁপ দেয়।

কিছু সময় পর নদীর পানিতে ওই ছিনতাইকারীর মৃতদেহ ভেসে ওঠে। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছে। তবে এ সংবাদ লেখা পর্যন্ত মৃতব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মোবাইল ছিনতাই করে পালানোর সময় বাঙালি নদীতে ঝাঁপ দিয়ে পানিতে ডুবে ওই ব্যক্তি মারা যায়।

আরও পড়ুন

সংবাদ পেয়ে পুলিশ নদী থেকে মৃতদেহ উদ্ধার করেছে এবং ময়না তদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া মৃতদেহ পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে: প্রধান উপদেষ্টা

মা ইলিশ রক্ষায় ১৭টি যুদ্ধজাহাজ মোতায়েন নৌবাহিনীর

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯৫৬

দর্শকের প্রিয় হয়ে উঠছেন রেহান

কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করে প্রতারিত হয়েছি: নাহিদ

রংপুরে ছেলের বউকে ধর্ষণ ও  যৌন হয়রানির ঘটনায় নিহত গৃহবধূর স্বামী সোহান আটক