অপারেশন ডেভিল হান্ট
নীলফামারীর সৈয়দপুরে মহিলা আওয়ামী লীগ নেত্রী ববি মন্ডল গ্রেফতার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ নেত্রী ববি মন্ডলকে (৪০) গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে তাকে শহরের নতুন বাবুপাড়ার নিজ বাসা থেকে গ্রেফতার করেছে সৈয়দপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত ববি মন্ডল সৈয়দপুর পৌর ১২নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি রাফিকা আকতার জাহান বেবীর ব্যক্তিগত সহকারী এবং শহরের নতুন বাবুপাড়া এলাকার বাবলুর স্ত্রী।
পুলিশ সূত্র জানায়, গত বছরের ৪ আগস্ট বেলা ২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলে শহরের পাঁচমাথা মোড় থেকে দিনাজপুর মোড়ে যাওয়ার পথে হামলা চালানো হয়। এতে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের তমদ্দি প্রামাণিকের ছেলে নুর ইসলাম পায়ে গুলিবিদ্ধ হন। এর পরিপ্রেক্ষিতে তিনি (নুর ইসলাম) ওই বছরের গত ৬ সেপ্টেম্বর ৬৩ জনকে আসামি করে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার ববি মন্ডলকে আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে নীলফামারী জেলহাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুনসৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন মহিলা আওয়ামী লীগ নেত্রী ববি মন্ডলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। উল্লেখ্য, অপারেশন ডেভিল হান্টের আওতায় গতকাল মঙ্গলবার আওয়ামী লীগ নেতা ও সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জুনকে গ্রেফতার করেছে পুলিশ।
মন্তব্য করুন