ভিডিও মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

পাবনার সাঁথিয়ায় সাবেক চরমপন্থি সদস্যকে কুপিয়ে ও জবাই করে হত্যা

পাবনার সাঁথিয়ায় সাবেক চরমপন্থি সদস্যকে কুপিয়ে ও জবাই করে হত্যা, প্রতীকী ছবি

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় আত্মসমর্পণ করা সাবেক চরমপন্থি সদস্য বাকুল মিয়া (৪৫) নামের এক যুবককে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ৯টার দিকে সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি উত্তরপাড়া স্কুলের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাকুলের ভাতিজা আলেপ হোসেনকেও (২৫) কুপিয়ে আহত করা হয়। তাকে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, গতকাল রোববার রাতে গ্রামের একটি চায়ের দোকানে বসেছিলেন বাকুল মিয়া। এসময় একই গ্রামের জলিল মাস্টার তার ধান বাড়িতে পৌঁছে দিতে বললে বাকুল তার ভাতিজা আলেপকে সাথে নিয়ে ঘোড়ার গাড়িতে করে ধান নিয়ে জলিল মাস্টারের বাড়িতে পৌঁছে দিয়ে ফিরছিলেন।

পথিমধ্যে রাউতি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে রাস্তার ওপর পৌঁছলে দুর্বৃত্তরা বাকুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। এসময় তার সাথে থাকা ভাতিজা আলেপ বাধা দিতে গেলে তাকেও এলোপাথারি কুপিয়ে আহত করা হয়। আলেপের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন শেষে নিহতের মরদেহ উদ্ধার করে। গতকাল সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

ওসি আরও বলেন, কারা, কী কারণে তাকে হত্যা করেছে তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তবে নিহত বাকুল আগে চরমপন্থি দলের সাথে যুক্ত ছিলেন। পরে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তার নামে একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ৯ এপ্রিল বিকেলে পাবনার শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে এক অনুষ্ঠানে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজি’র কাছে পাবনাসহ ১৪ জেলার ৫৯৫ জন চরমপন্থি নেতা ও সদস্য আত্মসমর্পণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলন রাতে

আগামী নির্বাচনে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি

জেন-জি বিক্ষোভের মুখে সরকার ভেঙে দিলেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট 

পাবনা ভাঙ্গুড়ায় ট্রেনযাত্রীর সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ; কয়েকজন আহত

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার

সাকিবকে আর কখনও বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া হবে না: ক্রীড়া উপদেষ্টা