পারমাণবিক ইস্যুতে বৈঠকে ইরান-রাশিয়া-চীন
আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বোর্ড সভার আগে পুনরায় ত্রিপক্ষীয় পরামর্শ বৈঠক করেছে ইরান, রাশিয়া ও চীন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের। রাশিয়ার প্রতিনিধি মিখাইল উলিয়ানভ এক্সে দেওয়া বার্তায় বলেন, ইরানের পারমাণবিক ইস্যুতে আরেক দফা ত্রিপক্ষীয় আলোচনা করেছি আমরা। বৈঠকে আমাদের অবস্থানগুলো সমন্বয় করেছি এবং আগামী ১৯ থেকে ২১ নভেম্বর অনুষ্ঠিতব্য আইএইএ বোর্ড অব গভর্র্নস সভাকে সামনে রেখে পরস্পরের মতামত বিনিময় করেছি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বিবৃতিতে জানান, তেহরান পারমাণবিক ইস্যুর বাইরে ওয়াশিংটনের সাথে কোনো আলোচনায় অংশ নেবে না। এছাড়া ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক বিষয়ে ইরানের স্পষ্ট অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র অতীতে বহুবার ক্ষেপণাস্ত্র ও আঞ্চলিক বিষয়গুলোকে আলোচনার টেবিলে আনার চেষ্টা করেছে। তবে এসব বিষয়ে আমাদের অবস্থান সবসময়ই সুস্পষ্ট। যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়, তবে তা কেবলমাত্র পারমাণবিক ইস্যু নিয়েই হবে।
আরও পড়ুনইরান ও ওমানের মধ্যে গঠনমূলক দ্বিপক্ষীয় সংলাপ চলমান আছে বলেও জানান আরাগচি। তিনি উল্লেখ করেন, তেহরান ও মাসকাটে প্রতি ছয় মাস অন্তর এসব পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক









