ভিডিও শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১৪ অক্টোবর, ২০২৫, ০৯:১২ রাত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৃথক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৩  

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৃথক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৩, প্রতীকী ছবি

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে এ সব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামের এনজিও কর্মী আব্দুল হান্নান (৩৫) ও তার চার বছরের মেয়ে হাফসা এবং শাহজাদপুর উপজেলার চরনবীপুর গ্রামের মৃত আবু বক্কারের ছেলে নুরনবী (৬০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, রাত ৭টার দিকে বেসরকারি সংস্থা ব্যুরো বাংলাদেশের কর্মী আব্দুল হান্নান তার স্ত্রী ও দুই ছেলে মেয়ে নিয়ে মোটরসাইকেযোগে ঢাকা-রাজশাহী মহাসড়ক দিয়ে উল্লাপাড়ার সলঙ্গায় শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন।

উল্লাপাড়া উপজেলার চড়িয়া গ্রামের পাশে মোটরসাইকেলটি ১ নম্বর সেতুর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় শিশু হাফসা। একই সঙ্গে মোটরসাইকেলটিও উল্টে পড়ে রাস্তার পাশে।

ঘটনাস্থলে হাফসা মারা যায়। গুরুতর আহত হন আব্দুল হান্নান ও তার স্ত্রী বৃষ্টি খাতুন। কিন্তু তাদের ছেলেটি ভাগ্যক্রমে অক্ষত থাকে। আব্দুল হান্নান ও  বৃষ্টি খাতুনকে স্থানীয়রা সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। এখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই আব্দুল হান্নান মারা যান। তার স্ত্রী বৃষ্টি এখনও চিকিৎসাধীন আছেন। ওই দুর্ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

ওসি আরও বলেন, এ ছাড়াও গতকাল সোমবার রাত সাড়ে ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কে উল্লাপাড়া পৌর সভার কাওয়াক মোড়ে রাস্তা পার হওয়ার সময় সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় মারা যান নুরনবী (৬০)। নুরনবীকে চাপা দেওয়া ঘাতক ট্রাকটি পুলিশ আটক করেছে।

তবে এর চালক ও হেল্পার দুর্ঘটনার সময় পালিয়ে গেছে। হাইওয়ে থানা পুলিশ নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানা ও সলঙ্গা থানায় পৃথক দুটি মামলা হয়েছে বলে উল্লেখ করেন দুই থানার  ওসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় : তারেক রহমান

বগুড়া-৭ আসনে জামায়াত প্রার্থী রব্বানীর মোটরসাইকেল শোভাযাত্রা

আরো ১৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ইসির

সম্পর্ক শেষ হলেও ছলচাতুরি নয়: জয়া বচ্চন

ঈদগাহে খেলাধুলা করা যাবে কি?

অধিনায়কের দায়িত্ব পেলেন সাকিব