ভিডিও রবিবার, ১২ অক্টোবর ২০২৫

অর্থ দিয়ে গাজার ক্ষত সারাতে চায় ইসরায়েলের শীর্ষ অস্ত্রদাতা জার্মানি

ছবি : সংগৃহীত,অর্থ দিয়ে গাজার ক্ষত সারাতে চায় ইসরায়েলের শীর্ষ অস্ত্রদাতা জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক : অর্থ দিয়ে গাজার ক্ষত সারাতে চায় ইসরায়েলের শীর্ষ অস্ত্রদাতা জার্মানি। এরই মধ্যে তিন কোটি ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। পাশাপাশি, গাজা পুনর্গঠনে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনেরও উদ্যোগ নিচ্ছে জার্মানি।

শুক্রবার (১০ অক্টোবর) জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ জানিয়েছেন, মিশরের সঙ্গে যৌথভাবে গাজার পুনর্গঠনের জন্য একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে বার্লিন।

তিনি বলেন, এই সম্মেলনের মূল লক্ষ্য হবে গাজার সবচেয়ে জরুরি চাহিদাগুলো পূরণ করা—যেমন পানি ও জ্বালানির সরবরাহ পুনঃস্থাপন এবং চিকিৎসা সেবা নিশ্চিত করা।

জার্মান উন্নয়ন মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, গাজায় অস্থায়ী আশ্রয় নিশ্চিত করতে বার্লিন দ্রুতই ৮৫০টি অস্থায়ী বাসস্থানের ইউনিট সরবরাহ করতে পারে। তিনি বলেন, এর মধ্যে ৫০টি ইউনিট রামাল্লায় রয়েছে, যা দ্রুত গাজায় পাঠানো সম্ভব। এতে ক্ষতিগ্রস্ত মানুষ অন্তত প্রাথমিকভাবে আশ্রয় পাবে। গাজার ৯০ থেকে ৯২ শতাংশ ভবনই গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

শুক্রবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির কাঠামো অনুমোদন করেছে ইসরায়েলি সরকার।

আরও পড়ুন

চ্যান্সেলর মের্জ বলেন, এই চুক্তি দ্রুত বাস্তবায়ন করতে হবে। জার্মান নাগরিকসহ সব বন্দিকে অবশেষে তাদের পরিবারের কাছে ফিরতে দিতে হবে। তিনি আরও বলেন, গাজার মানুষের কাছে দ্রুত মানবিক সহায়তা পৌঁছাতে হবে।

এসময় মের্জ ঘোষণা দেন, গাজা পুনর্গঠনে জার্মানি অতিরিক্ত ২ কোটি ৯০ লাখ ইউরো (প্রায় ৩ কোটি ৩৬ লাখ ডলার) মানবিক সহায়তা দেবে এবং মুক্ত বন্দিদের চিকিৎসা ও মানসিক পুনর্বাসনেও সহায়তা করবে।

গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, শুক্রবার থেকে ইসরায়েলি সেনারা কিছু অঞ্চল থেকে পিছিয়ে যেতে শুরু করেছে, বিশেষ করে গাজা শহর ও খান ইউনুস থেকে। সংস্থার কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইয়ির বলেন, ইসরায়েলি বাহিনী গাজা শহরের কয়েকটি অঞ্চল থেকে সরে গেছে। খান ইউনুসের দক্ষিণাংশ থেকেও সেনা সরিয়ে নেওয়া হয়েছে।

সূত্র: এএফপি, আরব নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে বসতবাড়িতে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন ‘বাগান বিলাস’ ফুল

নওগাঁর মান্দায় রাস্তা নিয়ে মারধরে নারীসহ আহত ৪

গাইবান্ধার সুন্দরগঞ্জে সাবেক অধ্যক্ষের স্বাক্ষর জালিয়াতি করে কোটি টাকার নিয়োগ বাণিজ্য

চাঁদাবাজি দখলদারিত্ব সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে পঞ্চগড়ে এনসিপি’র লংমার্চ

নাটোরের সিংড়ায় চাঁদা না পেয়ে হামলার অভিযোগ

মহাস্থান ফুটওভার ব্রিজ দখলমুক্ত করতে পুলিশের অভিযান