বগুড়ার ধুনটে গ্রাম্য সালিশে ন্যায় বিচার না করার অভিযোগ এনে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনটে গ্রাম্য সালিশে ন্যায় বিচার না পেয়ে ক্ষুব্ধ হয়ে আলহাজ রহমত আলী তালুকদার (৪৮) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আজ শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টায় নিহত রহমত আলী তালুকদারের স্ত্রী কহিনুর খাতুন বাদি হয়ে মা ও ছেলেসহ ৯ জনকে আসামি করে ধুনট থানায় একটি মামলা দায়ের করেছে। নিহত রহমত আলী তালুকদার উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত ফোরহাদ হোসেনের ছেলে। তিনি গোবিন্দপুর বাজারের ইলেট্রনিক্স সামগ্রীর ব্যবসায়ী।
মামলা সূত্রে জানা যায়, গ্রামের সামাজিক বিরোধ মিমাংসার জন্য ব্যবসায়ী রহমত আলী সালিশ বৈঠক করে থাকেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি একই গ্রামের মৃত আব্দুল জাব্বারের ছেলে জুয়েল সেখের জমিজমা নিয়ে মিমাংসার বৈঠক করেছিলেন রহমত আলী। কিন্ত ওই বৈঠকে জুয়েল সেখ ন্যায় বিচার না পাওয়ার অভিযোগ ওঠে। এতে রহমত আলীর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে জুয়েল সেখ ও তার পরিবারের লোকজন।
এ অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় রহমত আলী ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ির দিকে রওনা হন। পথিমধ্যে জুয়েল সেখের বাড়ির সামনের রাস্তায় পৌছালে জুয়েল ও তার লোকজন রহমত আলীকে পিটিয়ে আহত করে। সংবাদ পেয়ে স্বজনরা আহতাবস্থায় রহমত আলীকে উদ্ধার করে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকের কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আরও পড়ুনসেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টায় তিনি মারা যান। এ ঘটনায় নিহত রহমত আলী তালুকদারের স্ত্রী কহিনুর খাতুন বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় জুয়েল সেখ ও তার মা রুবি খাতুনসহ ৯ জনকে আসামি করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই হায়দার আলী বলেন, এ মামলার আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে।
মন্তব্য করুন