ভিডিও রবিবার, ১২ অক্টোবর ২০২৫

মুক্ত আকাশে ফিরল পানকৌড়ি

মুক্ত আকাশে ফিরল পানকৌড়ি। ছবি : দৈনিক করতোয়া

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে পাখি শিকারিদের ফাঁদ থেকে উদ্ধার হওয়া পাঁচটি পানকৌড়ি পাখিকে মুক্ত আকাশে অবমুক্ত করা হয়েছে। আজ শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার তুলাধোনা মাঠ এলাকা থেকে এসব পাখি উদ্ধার করেন গুরুদাসপুর জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। পরে স্থানীয়দের উপস্থিতিতে পাখিগুলোকে প্রকৃতির কোলে ফিরিয়ে দেওয়া হয়।

গুরুদাসপুর জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, ‘শীতের আগমনে আমাদের এলাকায়, বাগান ও জলাশয়ে অতিথি পাখির আগমন শুরু হয়েছে। কিন্তু কিছু অসাধু ব্যক্তি নিজেদের লাভের আশায় এসব পাখি শিকার করে বাজারে বিক্রি করছে।

খবর পেয়ে আমরা দ্রুত সেখানে অভিযান চালাই। স্থানীয় সচেতন মানুষের উপস্থিতিতে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিকারিরা ভুল স্বীকার করে ভবিষ্যতে আর এ ধরনের কাজ করবে না বলে প্রতিশ্রুতি দেয়। উদ্ধার হওয়া পাঁচটি পানকৌড়ি পরে মুক্ত আকাশে উড়িয়ে দেওয়া হয়।’

আরও পড়ুন

নাজমুল হাসান আরও বলেন, ‘প্রকৃতি আমাদের জীবনের অংশ। অতিথি পাখিরা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই তাদের হত্যা নয়, ভালোবাসা শিখতে হবে। আসুন, আমরা সবাই মিলে শপথ নিইÑ ‘পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও শিকার নয়, সুরক্ষাই আমাদের অঙ্গীকার।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে বসতবাড়িতে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন ‘বাগান বিলাস’ ফুল

নওগাঁর মান্দায় রাস্তা নিয়ে মারধরে নারীসহ আহত ৪

গাইবান্ধার সুন্দরগঞ্জে সাবেক অধ্যক্ষের স্বাক্ষর জালিয়াতি করে কোটি টাকার নিয়োগ বাণিজ্য

চাঁদাবাজি দখলদারিত্ব সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে পঞ্চগড়ে এনসিপি’র লংমার্চ

নাটোরের সিংড়ায় চাঁদা না পেয়ে হামলার অভিযোগ

মহাস্থান ফুটওভার ব্রিজ দখলমুক্ত করতে পুলিশের অভিযান