ভিডিও রবিবার, ১২ অক্টোবর ২০২৫

নরসিংদীতে প্রবাসীর বাড়িতে চুরি, ল্যাপটপ ক্যামেরাসহ গ্রেপ্তার ২

সংগৃহিত,নরসিংদীতে প্রবাসীর বাড়িতে চুরি, ল্যাপটপ ক্যামেরাসহ গ্রেপ্তার ২

মফস্বল ডেস্ক : নরসিংদীর পলাশ উপজেলার এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় লাবন মিয়া ও রানা মিয়া নামে দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে চুরি হওয়া একটি ল্যাপটপ, একটি ক্যামেরাসহ কিছু প্রসাধনী সামগ্রী ও জামাকাপড় উদ্ধার করা হয়।


ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত লাবন মিয়া ওই গ্রামের নয়ন মিয়ার ছেলে এবং রানা মিয়া একই গ্রামের মোন্তা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে ইসলামপাড়া গ্রামের সুলাইমান নামের এক প্রবাস ফেরত যুবকের বাড়িতে চুরির ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগী থানায় যোগাযোগ করলে, পুলিশ সন্দেহভাজন হিসেবে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনা স্বীকার করলে, চুরি হওয়া মালামালসহ তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

এ বিষয়ে পলাশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে বসতবাড়িতে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন ‘বাগান বিলাস’ ফুল

নওগাঁর মান্দায় রাস্তা নিয়ে মারধরে নারীসহ আহত ৪

গাইবান্ধার সুন্দরগঞ্জে সাবেক অধ্যক্ষের স্বাক্ষর জালিয়াতি করে কোটি টাকার নিয়োগ বাণিজ্য

চাঁদাবাজি দখলদারিত্ব সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে পঞ্চগড়ে এনসিপি’র লংমার্চ

নাটোরের সিংড়ায় চাঁদা না পেয়ে হামলার অভিযোগ

মহাস্থান ফুটওভার ব্রিজ দখলমুক্ত করতে পুলিশের অভিযান