ভিডিও শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের অবরোধ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের অবরোধ, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদরহাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা। শনিবার বেলা সাড়ে এগারোটা থেকে তারা মহাসড়ক অবরোধ করে। পরে পৌনে ১টার দিকে অবরোধ স্থগিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন থানা পুলিশ, হাইওয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ১২শ কর্মকর্তা সড়কে অবস্থান নিয়ে চাকরিতে পুনর্বহাল করার দাবি জানান। এতে মহাসড়কের উভয় লেনে দীর্ঘ যানজট দেখা দেয়। সীমাহীন ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী ও চালকরা।

ফৌজদারহাটে মহাসড়কে কয়েকশ কর্মকর্তা মহাসড়কে অবস্থানের কারণে চট্টগ্রামমুখী ও ঢাকামুখী লেনে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিশেষ করে শহরমুখী যাত্রীরা বেকায়দায় পড়েন।

বাসযাত্রী মো. সোহেল সাংবাদিককে বলেন, শহরে যাচ্ছিলাম মায়ের চিকিৎসা করাতে। কিন্তু পথিমধ্যে সড়কে অবরোধ দেওয়া হলো। আজকে আর ডাক্তারের শরণাপন্ন হতে পারব কিনা জানি না।

আরও পড়ুন

হাসানুল আলম গণমাধ্যমে জানান, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলাম ক্লাসে। কিন্তু সড়কে অবরোধ করায় আটকে গেলাম। তীব্র গরমে হাঁফিয়ে ওঠেছে অনেকে।

জানতে চাইলে সীতাকুণ্ডের বারআওলিয়া হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আব্দুল মোমিন জানান, চাকরিচ্যুত অফিসাররা ১১টার দিকে সড়ক অবরোধ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে অবরোধ স্থগিত করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজীবন সম্মাননা পেলেন দৈনিক করতোয়ার সম্পাদক

স্বর্ণের ভরি দুই লাখ ছুঁইছুঁই

দেশ বিদেশ থেকে ‘শেষের গল্প’তে দীপার অভিনয়ের প্রশংসায় দর্শক

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে: প্রধান উপদেষ্টা

মা ইলিশ রক্ষায় ১৭টি যুদ্ধজাহাজ মোতায়েন নৌবাহিনীর

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯৫৬