ভিডিও বুধবার, ০১ অক্টোবর ২০২৫

ঢাকা-আরিচা মহাসড়কে স্থানীয়দের অবরোধ, ৫ কিলোমিটার যানজট

ঢাকা-আরিচা মহাসড়কে স্থানীয়দের অবরোধ, ৫ কিলোমিটার যানজট, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: ঢাকার সাভারে জলাবদ্ধতা নিরসনের দাবিতে স্থানীয়রা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে। এতে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশের লেনে অন্তত ৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।বুধবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় সড়ক অবরোধ করেছে স্থানীয়রা। 

আন্দোলনকারীরা জানান, সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকা অল্প বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এছাড়া বৃষ্টির পানি বাড়িতে প্রবেশ করেও পানিবন্দি হয়ে পড়েছে রাজফুলবাড়ি এলাকা বাসিন্দারা। এ সময় জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থার দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে বলে তিনি জানান।সাভার হাইওয়ে থানার ইনচার্জ সালেহ আহমেদ সাংবাদিককে বলেন, গতকাল রাতে বৃষ্টি হওয়ায় রাজফুলবাড়ি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। সেকারণে ওই এলাকার স্থানীয় বাসিন্দারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে। আমাদের হাইওয়ে পুলিশের টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানান তিনি।  

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসিসি’র সভায় কথা কাটাকাটি, নতুন শর্ত নাকভির

মিয়ানমারের ভেতরেই রোহিঙ্গা সংকটের সমাধান : ইউএনএইচসিআর প্রধান

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান

যুদ্ধাপরাধের দায়ে কঙ্গোর সাবেক প্রেসিডেন্টের মৃত্যুদণ্ড

নেপালকে হারিয়ে সম্মান রক্ষা ক্যারিবীয়দের

দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন সোনম কাপুর