ভিডিও মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্রের নামে ওয়েবসাইট

অভিনেতা প্রবীর মিত্র

ইতিহাসের পাতায় স্বাধীন বাংলার শেষ নবাব একজন। তবে ঢালিউডের পর্দায় বাংলার নবাব হিসেবে পরিচিতি রয়েছে দু’জন অভিনেতার। তাদের একজন কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র। চলতি বছরে ৫ জানুয়ারি না ফেরার দেশের পাড়ি জমান তিনি। বরেণ্য এ অভিনেতার স্মৃতি সংরক্ষণের জন্য একটি ওয়েবসাইট চালু করেছেন তার পরিবার। 

সম্প্রতি বিএফডিসিতে আয়োজিত ‘স্মৃতির আয়নায় কিংবদন্তির দৃশ্য’ অনুষ্ঠানে এই উদ্যোগের কথা জানান অভিনেতার ছেলে মিঠুন মিত্র। তিনি বলেন, ‘ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সাধারণ মানুষ এখনও আমার বাবাকে মনে রাখেন। সবার প্রতি আমি কৃতজ্ঞ। বাবাকে নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে। এরই অংশ হিসেবে ওয়েবসাইট চালু করা হয়েছে।’

এরপর তিনি যোগ করেন, ‘ওয়েবসাইটে তাঁর বিভিন্ন ছবি এবং চলচ্চিত্র সংরক্ষণ করা হবে। যাতে ভবিষ্যৎ প্রজন্ম বাবাকে ভালোভাবে জানতে পারে। আর ওয়েবসাইট ঠিকনা হলো- www.actorprobirmitra.com।’  

১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন তিনি। এই অভিনেতা বেড়ে উঠেছেন পুরান ঢাকায়। স্কুল জীবন থেকেই ছিলেন অভিনয়ের সঙ্গে জড়িত।

আরও পড়ুন

১৯৬৯ সালে ‘জলছবি’ নামক একটি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ঢালিউডে নাম লেখান প্রবীর মিত্র। নায়কের ভূমিকায় অভিনয় করে ক্যারিয়ারে শুরু করলেও পরে চরিত্রাভিনেতা হিসেবেই পর্দায় মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। দীর্ঘ চার দশকের বেশি সময়ে অভিনয় করেছেন অজস্র চলচ্চিত্রে।

‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, ‘জালিয়াত’, ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয় পরাজয়’, ‘অঙ্গার’, ‘মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ’, ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’, ‘অলংকার’, ‘অনুরাগ’, ‘প্রতিজ্ঞা’, ‘তরুলতা’, ‘গাঁয়ের ছেলে’ তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় শেষ হলো নৌকাবাইচ 

দিনাজপুরের আর্লি-৪৫ জাতের শিম চাষ করে ব্যাপক সফলতা

লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৮ সদস্য গ্রেফতার

রাজধানীতে কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলা

নওগাঁর রাণীনগরে লাখ টাকার নিষিদ্ধ রিং জাল বিনষ্ট

পাবনার চাটমোহরে অবৈধ সোঁতিবাঁধ অপসারণ করলেন ইউএনও