ভিডিও শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

আলভারেজের হ্যাটট্রিকে জয় অ্যাতলেটিকোর

আলভারেজের হ্যাটট্রিকে জয় অ্যাতলেটিকোর, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : মায়োর্কার বিপক্ষে অ্যাতলেটিকো মাদ্রিদের আগের ম্যাচটার দ্বিতীয়ার্ধে হুলিয়ান আলভারেজকে তুলে নিয়েছিলেন কোচ দিয়েগো সিমিওনে। সে সিদ্ধান্তে মোটে খুশি হতে পারেননি আর্জেন্টাইন তারকা। ক্ষোভটা জমিয়ে রেখেছিলেন পরের ম্যাচের জন্য। আলভারেজের সেই ক্ষোভেই পুড়লো রায়ো ভায়োকানো। ম্যাচে এগিয়ে গিয়েও আলভারেজের কাছে হারতে হলো তাদের।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রিয়াদ এয়ার মেট্রোপলিতানোয় সফরকারী রায়ো ভায়োকানোকে ৩-২ গোলে হারিয়েছে স্বাগতিক অ্যাতলেটিকো মাদ্রিদ। আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজের হ্যাটট্রিকে মৌসুমের দ্বিতিয় জয় পেয়েছে রোজিব্লাঙ্কোরা। ভায়োকানোর পক্ষে পেপ চাভারিয়া ও আলভারো গার্সিয়া গোল করেন। আগের পাঁচ ম্যাচে মাত্র ১ গোল করা আলভারেজের সময়টা ভালো কাটছিল না। আগের ম্যাচে তো তাকে মাঠ থেকেই তুলে নিয়েছিলেন কোচ সিমিওনে। সেই ক্ষোভই হয়তো এদিন তাকে তাতিয়ে দিয়েছিল। ম্যাচের ১৫ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন আলভারেজ। মার্কাস ইয়োরেন্তের ক্রসে ভলিতে বল জালে পাঠান এই বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন।

কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে এই গোল শোধ করে দেন পেপ চাভারিয়া। অ্যাতলেটিকোর ডি-বক্সের অনেক বাইরে বল পেয়ে দূরপাল্লার জোরাল শটে বল জালে পাঠান এই ডিফেন্ডার। ৭৭ মিনিটে বড় ধাক্কা খায় মাদ্রিদের দলটি। আলভারো গার্সিয়ার গোলে এগিয়ে যায় ভায়োকানো। তবে ৩ মিনিট পরেই সেই গোল শোধ করে দেন আলভারেজ। জটলায় বল পেয়ে জালে জড়ান তিনি। তবে, আলভারেজ আসল জাদু দেখান ৮৮ মিনিটে। গুইলিয়ানো সিমিওনের পাস থেকে ডি-বক্সের বাইরে বল পেয়ে জোরাল বাঁকানো শটে বল জালে পাঠান এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। লিগে ৬ ম্যাচে ৪ গোল ও ১ অ্যাসিস্ট করলেন আলভারেজ।

আরও পড়ুন

এই জয়ের পরও পয়েন্টস টেবিলে খুব একটা ভালো অবস্থানে নেই অ্যাতলেটিকো। ৬ ম্যাচে ২ জয় ও ৩ ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে রোজিব্লাঙ্কোরা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘনীভূত হওয়ার শঙ্কা

বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী আলবেনিয়া

ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প

ব্যাটিং ব্যর্থতায় ফাইনালে যেতে পারল না বাংলাদেশ

ডাকসু নির্বাচন: ১৫ অভিযোগের জবাব দিয়েছে কমিশন, তদন্তে মূল ফোকাস ব্যালট পেপার ইস্যু