ভিডিও শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

মায়ের ধা'ক্কা'য় ভুলে জলে পড়ে স্রোতে ভে'সে গেল শি'শু, অতঃপর...

মায়ের ধা'ক্কা'য় ভুলে জলে পড়ে স্রোতে ভে'সে গেল শি'শু, অতঃপর...

জলপ্রপাতের পাশে পাথরের ধারে দাঁড়িয়ে ছবি তুলতে গিয়ে মায়ের ভুলে জলে পড়ে গেল এক শিশু। জলের স্রোত বেশি থাকায় ভেসে গেল সাত-আট বছরের শিশুকন্যা। ভয়াবহ সেই দুর্ঘটনার একটি ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিও। 

ভিডিওতে দেখা গিয়েছে, পাথরের ধারে দাঁড়িয়ে একটি পরিবার ছবি তুলছিল। এক দম্পতি ও তাঁদের দুই সন্তান সেখানে দাঁড়িয়েছিলেন। শিশুটির মা তাঁর ছোট ছেলেটিকে সরাতে গিয়ে পাশে দাঁড়িয়ে থাকা মেয়েকে অসাবধানে ধাক্কা মেরে বসেন। টাল সামলাতে না পেরে জলে পড়ে যায় শিশু। এক্স হ্যান্ডলে ছড়িয়ে পড়া সেই ভিডিয়োটি কোথায় বা কবে ক্যামেরাবন্দি করা হয়েছে সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। স্রোতের টান থাকায় এক নিমেষে মেয়েটি জলে ভেসে যায়। বাবা-মা তাঁকে কয়েক মুহূর্তের জন্য খুঁজে পাচ্ছিলেন না। এ দিক-ও দিক খুঁজতে থাকেন তাঁরা। কয়েক সেকেন্ড পরে শিশুটির মাথা ভেসে ওঠে। আশপাশে দাঁড়িয়ে থাকা কয়েক জন এসে শিশুটিকে জল থেকে তুলে আনেন।

ভাইরাল ভিডিয়োটি ‘ব্রুটাল ক্লিপ্‌স’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ২৭ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। চার হাজার মানুষ ভিডিয়োয় লাইক দিয়েছেন। প্রচুর প্রতিক্রিয়া জমা পড়েছে তাতে। এক জন নেটাগরিক লিখেছেন, আনন্দ করতে গিয়েও সতর্ক থাকা দরকার। যখন সঙ্গে সন্তান থাকে।’’ অন্য এক জন লিখেছেন, “ঈশ্বরের অসীম কৃপা! শিশুটি প্রাণে বেঁচে গিয়েছে।’’

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘনীভূত হওয়ার শঙ্কা

বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী আলবেনিয়া

ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প

ব্যাটিং ব্যর্থতায় ফাইনালে যেতে পারল না বাংলাদেশ

ডাকসু নির্বাচন: ১৫ অভিযোগের জবাব দিয়েছে কমিশন, তদন্তে মূল ফোকাস ব্যালট পেপার ইস্যু