বগুড়ার শাজাহানপুরে ৫শ’ ৪০ কেজি পলিথিন ও কাঁচামাল জব্দ

বগুড়ার শাজাহানপুরে ৫শ’ ৪০ কেজি পলিথিন ও কাঁচামাল জব্দ

স্টাফ রিপোর্টার : বগুড়ার শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম এলাকার একটি কারখানা থেকে আনুমানিক ৫৪০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও পলিথিন তৈরীর কাঁচামাল জব্দ করা হয়েছে। গতকাল সোমবার পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে এই কাঁচামাল জব্দ করে।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬ক অনুসারে মোবাইল কোর্টের মাধ্যমে আনুমানিক ৫৪০ কেজি সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও পলিথিন তৈরীর কাঁচামাল  জব্দ করা হয় এবং এক লাখ টাকা জরিমানা ধার্য করে তা আদায় করা হয়।

বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শাহজালাল নেতৃত্ব প্রদান করেন। অভিযানে পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মো: মাহমুদুল হাসান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।  বগুড়া জেলা পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা করে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/154567