বগুড়ার আদমদীঘিতে মাদকসেবীসহ বিভিন্ন মামলায় ৯ জন গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে মাদকসেবীসহ বিভিন্ন মামলায় ৯ জন গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে মাদকসেবীসহ বিভিন্ন মামলায় ৯জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে বিশেষ অভিযানে এদের গ্রেফতার ও ১০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
আদমদীঘি থানা সূত্রে জানা যায়, গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে মাদকদ্রব্য সেবনকালে উপজেলার বড়আখিড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আরিফ ইসলাম, ডহরপুর গ্রামের সুন্দর আলীর ছেলে হায়দার আলী, কলসা কোচকুড়ি পাড়ার সাইফুল ইসলামের ছেলে রায়হান ওরফে রাব্বী ও ছোট জিনইর গ্রামের আব্দুর রহিমের ছেলে সুমন সরদার। সান্তাহার সিভিল কলোনী এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ মালশন গ্রামের মজিবর রহমানের ছেলে জামিল হোসেন ও চা-বাগান এলাকার অফুর শেখের ছেলে রুবেল হোসেন।

এছাড়া হামলা মারপিট ও চুরি সংক্রান্ত মারপিট মামলায় উজ্জলতা গ্রামের রুহুল কুদ্দুছ ওরফে বকুল হোসেনের স্ত্রী আনোয়ারা বেগম ও তার ছেলে আমিনুল ইসলাম এবং আদালতের গ্রেফতারী পরোয়ানা মূলে সান্তাহার নতুন বাজার এলাকার রুহুল আলীর ছেলে আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান গ্রেফতারকৃতদের আজ রোববার (১৮ জানুয়ারি) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/154338