কুমিল্লায় নিজ বাড়িতে উত্তরার অগ্নিকান্ডে নিহতদের দাফন
মফস্বল ডেস্ক: রাজধানীর উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত তিনজনের দাফন সম্পন্ন হয়েছে। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া কাজী বাড়ি প্রাঙ্গণে আজ (শনিবার, ১৭ জানুয়ারি) সকালে নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাদের।
গতকালকের অগ্নিকাণ্ডের ঘটনায় কাজী ফজলে রাব্বী (৩৭), তার স্ত্রী আফরোজা বেগম সুবর্ণা (৩০) এবং তাদের সন্তান কাজী ফায়াজ রিশান(৩) নিহত হয়।
গতকাল (শুক্রবার, ১৬ জানুয়ারি) রাতে কুমিল্লা নগরীর দারোগা বাড়ি মাজার প্রাঙ্গণে জানাজা শেষে নগরীর নানুয়াদিঘীর বাসভবনে মরদেহগুলো রাখা হয়। সকালে তিনটি মরদেহ গ্রামে নিয়ে আসা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঢাকায় জানাজা শেষে মরদেহ রাতেই কুমিল্লায় নানুয়ার দিঘীরপাড়ের বাসায় আনা হয়। এরপর পার্শ্ববর্তী দারোগা বাড়ি জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সকালে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া কাজী বাড়িতে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/154174