সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত পুলিশের হাতে আটক

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত পুলিশের হাতে আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের শিংলাবো ব্রিজ এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় ৮ ডাকাতকে পুলিশ ও এলাকাবাসী আটক করেছে। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, চাপাতি ও লোহার রড উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাত ৮টার দিকে সড়কের পাশে একটি জঙ্গলে অবস্থান নিয়ে ডাকাতরা বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। টহলরত পুলিশ টর্চ লাইট জ্বালালে ডাকাতরা পালানোর চেষ্টা করলে এলাকাবাসীর সহযোগীতায় তাদের আটক করা হয়।

আটক ডাকাতদের মধ্যে রয়েছেন হৃদয় বিশ্বাস, মিন্টু, আব্দুল্লাহ, সাগর, শিপন, জাকির হোসেন, দিগেন্দ্র বর্মন ও রাজু মিয়া।

এশিয়ান হাইওয়ে সড়কের বিভিন্ন স্থানে সন্ধ্যা নামার পর ডাকাত দল যাত্রীদের অস্ত্রের মুখে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র লুট করত। নিয়মিত বিদেশ ফেরত যাত্রীদের বহন করা গাড়ি টার্গেট করত ডাকাতরা।

আটকদের গাড়িতে তুলে নেওয়ার সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। আহত ডাকাতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ জানান, ডাকাতদের বিরুদ্ধে শনিবার মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/154147