বগুড়ার কাহালুতে ইসলামী জলসা চলাকালীন ৩ টি খড়ের পালায় অগ্নিসংযোগ
কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু উপজেলার পৌর এলাকার সারাই গ্রামে ইসলামী জালসা চলাকালে জলসা সংলগ্ন স্থানে ৩টি খড়ের পালায় (গাঁদায়) অগ্নিসংযোগ করে জনমনে আতংকের সৃষ্টি করা হয়। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাত ১০ টায়।
জানা গেছে, সারাই গ্রামবাসীর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার রাতে সারাই বাজারের পশ্চিম পাশে এ জলসার আয়োজন করা হয়। জলসায় প্রধান বক্তা বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার মাওলানা রুহুল আমিন যুক্তিবাদীর বক্তব্য চলাকালে রাত ১০ টায় মঞ্চের দক্ষিণ পাশে ৩টি খড়ের পালায় কে বা কারা অগ্নিসংযোগ করে, এতে ৩টি পালা নিমিষেই ভস্মীভূত হয়ে যায়।
সংবাদ পেয়ে কাহালু উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে এনে পাশের আরও কয়েকটি খড়ের পালা আগুনের হাত থেকে রক্ষা করে। এ ঘটনায় প্রায় ৬০ হাজার টাকা মুল্যের খড় পুড়ে ছাই হয়ে গেছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/154106