বাঘাডাঙ্গা ও শ্রীনাথপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ১১ বাংলাদেশি আটক
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা ও শ্রীনাথপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে নারী-পুরুষ ও শিশুসহ ১১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
আজ বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকালে শ্রীনাথপুর ও বাঘাডাঙ্গা বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অপরাধে ১১ জন বাংলাদেশি নাগরিকে আটক করা হয়।
আটকদের মধ্যে ৮ জন পুরুষ, নারী ২ জন ও একজন শিশু রয়েছে। তারা সবাই সাতক্ষীরা, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ জেলার বাসিন্দা।