নীলফামারীর কিশোরগঞ্জে কালোবাজারে সার বিক্রির দায়ে জরিমানা

নীলফামারীর কিশোরগঞ্জে কালোবাজারে সার বিক্রির দায়ে জরিমানা

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জে কালোবাজারে পটাশ সার বিক্রির দায়ে বিসিআইসি’র এক সার ডিলারের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় বড়ভিটা ইউনিয়ন সার ডিলারের বড়ভিটাস্থ বাজারের দোকানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের বিসিআইসি সার ডিলার মো. জাহেদুল ইসলামের দোকানে অভিযান চালিয়ে সারের হিসাবে গরমিল পাওয়া যায়। ক্যাশ মেমোতেও হিসাবের মিল পাওয়া যায়নি। পরবর্তীতে কালোবাজারে সার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ডিলারের জরিমানা করা হয়।

এ সময় ডিলার উপস্থিত না থাকায় ম্যানেজার জালাল উদ্দিনকে ভোক্তা অধিকার আইনে ৩০ হাজার টাকা জরিমানা করেন আদালত। দন্ডপ্রাপ্ত জালাল উদ্দিন পূর্ব দলিরাম গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিম আঞ্জুম সোহানিয়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম ও পুলিশ সদস্যগণ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153625