বগুড়ার নন্দীগ্রামে ছাত্রদলে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হুদা।
উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নবীর শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেকের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক তোফাজ্জল বারী শামিম, বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিক ফয়সাল লাম।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসনে আদর, পৌর বিএনপির সভাপতি মো.আলেকজান্ডার ও সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন। অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নূরনবী প্রমুখ। এসময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153446