পাবনার চাটমোহরে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

পাবনার চাটমোহরে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, স্কুল শিক্ষক ও (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগ নেতা মো. আকতার হোসেনকে(৫৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ শুক্রবার বিকেলে বিলচলন ইউনিয়নের উত্তর সেনগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 
চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. গোলাম সারওয়ার হোসেন জানান, আকতার হোসেনের বিরুদ্ধে চাটমোহর থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে পাবনা আদালতের মাধ্যমে আজ শুক্রবার বিকেলে জেলহাজতে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/152471