জুলাইযোদ্ধা শফিকুলের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

জুলাইযোদ্ধা শফিকুলের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

জুলাইযোদ্ধা শফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বুধবার (৩১ ডিসেম্বর) এক শোক বিবৃতিতে প্রয়াতের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি। শোক বিবৃতিতে জামায়াত আমির বলেন, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) অন্যতম জুলাইযোদ্ধা শফিকুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। তিনি বলেন, এখনো বহু জুলাইযোদ্ধা হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাদের আত্মত্যাগ এখনো শেষ হয়নি। যাদের মূল্যবান জীবন ও ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, শফিকুল ইসলাম তাদেরই একজন। জাতি তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ তা’আলা তার ভুল-ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে তাকে শহিদ হিসেবে কবুল করুন। আমি তার শোকাহত পরিবার-পরিজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/152187