বগুড়ার সোনাতলায় বিস্ফোরক মামলায় প্রধান শিক্ষক গ্রেফতার
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা থানা পুলিশ বিস্ফোরক মামলায় বালুয়াহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদকে গ্রেফতার করে গতকাল রোববার জেল হাজতে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার বালুয়াহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দাউদপুর গ্রামের আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে বিএনপি অফিস ভাংচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক দ্রব্য আইনে থানায় মামলা থাকায় পুলিশ তাকে গ্রেফতার করে।
তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সক্রিয় কর্মী। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশি গ্রেফতার এড়াতে দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি।
এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, তার বিরুদ্ধে থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/152002