গোপালগঞ্জে বাসচাপায় পুলিশ কনস্টেবল নিহত
গোপালগঞ্জের মুকসুদপুরে বাসচাপায় রবিউল ইসলাম (৪১) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গাপোল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে৷
নিহত রবিউল ইসলাম নড়াইল সদর থানা পুলিশের কনস্টেবল (বিপি নম্বর-৮৪১০১২৪১৫১) পদে কর্মরত ছিলেন। তিনি জেলার মুকসুদপুর উপজেলার নওহাটা গ্রামের হিরু মিয়ার সন্তান।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নড়াইল সদর থানায় নাইট ডিউটি শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন রবিউল।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।