ইসি ভবনে তারেক রহমান
ভোটার হবার জন্য রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে গেলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার দুপুর ১টার দিকে তিনি ইসি ভবনে প্রবেশ করেন।
ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ১৯নং ওয়ার্ডে ভোটার হবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতোমধ্যে অনলাইনে আবেদন করেছেন তিনি। বাকি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ইসিতে আসছেন। এর আগে শুক্রবার ভোটার ফরম পূরণের আনুষ্ঠানিকতা শেষ করা হয়েছে। এতে ঢাকার গুলশানের ঠিকানা ব্যবহার করা হয়েছে। ইসি ও বিএনপি’র নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করে।
তারেক রহমানের ভোটার হতে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। তিনি জানান, ইসি চাইলে যেকোনো সময় যে কাউকে ভোটার করতে পারে।
ইসির সাবেক ও বর্তমান কর্মকর্তারা জানান, তফসিল ঘোষণার পর বিশেষ ব্যবস্থায় একমাত্র তারেক রহমানই ভোটার হচ্ছেন, এমনটি নয়। এর আগে অনেকেরই এভাবে ভোটার হওয়ার নজির আছে। ভোটার তালিকা আইন-২০০৯ অনুযায়ী ভোট অনুষ্ঠানের আগের দিনও ভোটার হওয়া যায়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/151671