ঠাকুরগাঁওয়ে হাদি হত্যার বিচার ও গণমাধ্যমে হামলার প্রতিবাদে বিক্ষোভ
ঠাকুরগাঁও প্রতিনিধি : শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচার এবং সংবাদ মাধ্যম, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকেলে শহরের চৌরাস্তা মোড়ে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকরা। সমাবেশে অংশগ্রহণকারীরা ব্যানার হাতে নিয়ে হত্যাকাণ্ড ও হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানান।
সমাবেশে বক্তারা বলেন, দেশে ধারাবাহিকভাবে মতপ্রকাশের স্বাধীনতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করা হচ্ছে, যা গণতন্ত্র ও মানবাধিকারের জন্য হুমকিস্বরূপ। তারা শরিফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্ত করে দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি শেষ হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/151499