বগুড়ায় গাঁজা ও মোটরসাইকেলসহ ২ জন গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ায় ৩ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে সদর থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো লালমনিরহাট সদরের শিবেরিকুটি এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মোশারফ হোসেন(২৪) ও বগুড়া সদরের আকাশতারা এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে ইউনুছ মন্ডল(৩২)।
জেলা পুলিশের মিডিয়া উইং সূত্র জানায়, বগুড়া সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শহরের লতিফপুর মধ্যপাড়া আইকন স্ট্যান্ডার্ড স্কুলের সামনের সড়কে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে।
পরে তাদের হেফাজত থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/150088