বগুড়ার শিবগঞ্জে চকো সিরাপসহ নারী গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জে চকো সিরাপসহ নারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় ২৫ বোতল চকো মাদক সিরাপসহ নারী কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা শনিবার দিনগত রাত সাড়ে ১২টায় তাকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত নারী মাদক কারবারি আমেনা বেগম (৬০) রংপুর জেলার পীরগঞ্জ থানার ওসমানপুর এলাকার মৃত সুলতান মিয়ার স্ত্রী।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া উইং সূত্র জানায়, শিবগঞ্জ থানার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামস্থ মির এন্ড রুবেল এলপিজি অটো গ্যাস স্টেশনের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে যানবাহন তল্লাশি করা হয়। এসময় ২৫ বোতল চকো সিরাপসহ তাকে গ্রেফতার করা হয়। ওই আসামির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/150056