নতুন বছরে নতুন নতুন নাটকে অপূর্ব

নতুন বছরে নতুন নতুন নাটকে অপূর্ব

বিনোদন ডেস্ক : ছোট পর্দার এখনকার অনেক অভিনেতাই অপূর্বকে দেখে অভিনয়ে এসেছেন। খুব অল্প বয়সে অল্প সময়ে অভিনয়ে নিজেকে মেলে ধরেছিলেন অপূর্ব। এরপর ধীরে ধীরে হয়ে ওঠেন বাংলা নাটকের সবচাইতে দর্শকপ্রিয় ও সফল অভিনেতা। তার অগণিত ভক্ত তাকে নাটকের ‘রোমান্টিক কিং’ উপাধি দিয়েছেন।

তবে, রোমান্টিকের বাইরে অ্যাকশন, থ্রিলার ও কমেডি গল্পেও নিজেকে প্রমাণ করে চলেছেন এ তারকা। এরই মধ্যে সাত মাস অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন চলতি বছরে আগস্টে। খানিক বিরতি দিয়ে কাজ শুরু করেছেন। তবে, গত তিন-চার মাস ধরে অপূর্ব ভক্তরা তার নতুন কাজ পাচ্ছেন না। এবার তার ভক্তদের জন্য সুখবর হলো- নতুন বছরে নানা চমক নিয়ে ফিরছেন এ তারকা।

বরাবরের মতোই বেশ বেছে কাজ করছেন অপূর্ব। তারই ধারাবাহিকতায় সম্প্রতি মাশরিকুল আলম পরিচালিত ‘তোমাকে চাই’ নাটকের শুটিং শেষ করেছেন তিনি। এটি দ্রতই প্রচারে আসবে। এর বাইরে নতুন বছর, ভালোবাসা দিবস ও ঈদ উপলক্ষে আরও প্রায় হাফ ডজন বড় আয়োজনের নাটকের কাজ রয়েছে অপূর্ব’র হাতে। এগুলোতে থাকছে নির্মাণ, কাস্টিংসহ বিভিন্ন দিক থেকে নানা চমকও। কাজগুলোও একে একে শুরু করবেন তিনি। এদিকে, নাটকের বাইরে ওটিটির কাজেও নতুন বছরে পাওয়া যাবে এ তারকাকে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/149427