নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরির অপরাধে লাখ টাকা জরিমানা
লালপুর(নাটোর)প্রতিনিধি: নাটোরের লালপুরে রঙ, ময়দা, ডালডা, চিটাগুড় দিয়ে ভেজাল আখের গুড় তৈরির অপরাধে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার বালিতিতা ইসলামপুর এলাকার একটি কারখানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) আবীর হোসেনের ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর এলাকায় একটি গুড় তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ রঙ, ময়দা, ডালডা, চিটাগুড় ও তৈরিকৃত ভেজাল গুড় জব্দ করা হয়। ভেজাল গুড় তৈরির অপরাধে অভিযুক্ত মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা ও জব্দকৃত উপাদান সব ধ্বংস করা হয়। অভিযানে থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/149426