বগুড়ায় হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টার : কাহালুর হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১২ সিপিএসসি বগুড়ার পৃথক অভিযানে আজ রোববার (১৬ নভেম্বর) তাদের পৃথক স্থান থেকে গ্রেফতার করা হয়। র্যাব সূত্র জানায়, আজ রোববার (১৬ নভেম্বর) বিকেল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এর একটি অভিযানিক দল শহরের মালতিনগর এলাকা থেকে কাহালুর হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত আসামি মো. শাহাবুলকে গ্রেফতার করে। সে শহরের মালগ্রাম এলাকার আনছার আলীর ছেলে।
এদিকে, র্যাবের অপর অভিযানিক দল একইদিন বিকেল সাড়ে ৪ টার দিকে শহরের সুত্রাপুর (রিয়াজ কাজী লেন) এলাকা থেকে উল্লেখিত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আনছার আলীর ছেলে মো. বাবুকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146819