বগুড়ার নন্দীগ্রামে ইয়াবাসহ কারবারি গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রামে ইয়াবাসহ কারবারি গ্রেফতার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের কৈগাড়ী খানকা শরিফের পাশ থেকে ৩৯পিস ইয়াবাসহ মাহমুদ ওরফে পাড্ডু নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক কারবারি মাহমুদ ওরফে পাড্ডু রংপুরের কোতোয়ালী থানার বাবুপাড়া এলাকার মঞ্জুর আলীর ছেলে। সে বর্তমানে নন্দীগ্রাম সদরের কৈগাড়ী সড়ক পাড়া(হুদা ক্যাম্প) এলাকায় বসবাস করে। পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার (১৪ নভেম্বর) রাত ২টার দিকে নন্দীগ্রাম থানার সদর ইউনিয়নের কৈগাড়ী খানকা শরীফের পশ্চিম পাশে পুরাতন বস্তা সেলাইয়ের ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে ৩৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় নন্দীগ্রাম থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146559