বগুড়া জেলা ছাত্রদলের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বগুড়া জেলা ছাত্রদলের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।  আজ বুধবার (১২ নভেম্বর) বিকেলে বগুড়া জেলা ছাত্রদলের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

সভায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামদুদুর রহমান সানজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু আশা সিদ্দিকি রাকিব, সাংগঠনিক সম্পাদক সামস ইসলাম সাগর, দপ্তর সম্পাদক সোহান হোসেন, সহ-দপ্তর সম্পাদক ফারহান সাদিক, প্রচার সম্পাদক জামিউল হাসান জিহাদ প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে প্রতিটি উপজেলা ও ইউনিট পর্যায়ে ছাত্রদলকে প্রস্তুত রাখতে হবে। তারা দলীয় ঐক্য বজায় রেখে কেন্দ্রীয় কর্মসূচি সফল করার আহ্বান জানান। সভা শেষে নির্বাচনী প্রস্তুতি কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146343