বগুড়ায় হত্যা মামলার রায়ে তিনজনের ফাঁসি
কোর্ট রিপোর্টার : বগুড়ার গাবতলী উপজেলার তোজাম্মেল হোসেন হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত মামলার রায়ে তিনজনের মৃত্যুদন্ড এবং অপর তিনজনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামিরা হলো-বাবুল প্রাং ওরফে আবুল কালাম আজাদ, মানিক ও মনিরুজ্জামান ওরফে মিশু। যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্তরা হলো-পিন্টু ওরফে মাজেদুর রহমান, দেলোয়ার হোসেন ও আশিক।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে বগুড়ার সিনিয়র দায়রা জজ মো. শাহজাহান কবীর এই রায় দেন। রায়ে প্রত্যেক আসামির এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৭ নভেম্বর বিকেলে আসামিরা গাবতলীর দুর্গাহাটা ইউনিয়নের বৈঠাভাঙা মোড়ে মোটরসাইকেলের গতিরোধ করে তোজাম্মেল হোসনেকে হত্যা করে। তোজাম্মেল হোসেন গাবতলীর দুর্গাহাটা ইউনিয়নের নিজপাড়া গ্রামের মৃত ওসমান মোল্লার ছেলে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/146122