মহাস্থানগড়ে শাহ সুলতানের মাজার জিয়ারত করলেন শহিদ মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড় পরিদর্শন এবং হযরত শাহ সুলতান মাহমুদ বালখী (রহ.) এর মাজার জিয়ারত করেছেন জুলাই শহিদ মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ। আজ রোববার (৯ নভেম্বর) তিনি এই কবর জিয়ারত এবং মহাস্থানের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন।
এর আগে মীর স্নিগ্ধকে উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা বিএনপি’র সভাপতি মীর শাহে আলম। এরপর মীর স্নিগ্ধসহ বিএনপি নেতৃবৃন্দ হযরত শাহ সুলতান মাহমুদ বালখীর (রহ.) মাজার জিয়ারত করেন। এসময় দেশ ও জাতির কল্যাণ এবং জিয়া পরিবারের জন্য মোনাজাত করা হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/145905