বগুড়ায় ট্রাফিক সপ্তাহের উদ্বোধন
স্টাফ রিপোর্টার : বগুড়ায় ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের শহীদ খোকন পার্কে বেলুন উড়িয়ে এই সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক হোসনা আফরোজা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়ার হাইওয়ে পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) মো. শহিদুল্লাহ, জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, বগুড়া পৌর প্রশাসক মাসুম আলী বেগ, বগুড়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, জেলা জামায়াতের আমির আব্দুল হক, শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল, বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস, জেলা বাস মিনিবাস পরিবহন মালিক সমিতির সভাপতি তৌহিদুল ইসলাম মামুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুরিশ সুপার হুসাইন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আতোয়ার রহমান ও টিআই (প্রশাসন) মো. সালেকুজ্জামান খাঁনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শহরে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের সাতমাথাসহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়া ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন যানবাহনের চালকসহ জনসাধারণের মাঝে লিফলেট বিতরণও করা হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/145533