বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে সোনাতলার জয়

বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে সোনাতলার জয়

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা বগুড়ার আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আজ রোববারের খেলায় মিমের হ্যাট্রিকে সোনাতলা উপজেলা ৩-০ গোলে কাহালু উপজেলাকে হারিয়েছে। প্রাধান্য বিস্তার করে খেলে সোনাতলা গুরুত্বপূর্ন জয় তুলে নেয়।

আজকের খেলার পরিচালনা করেন স্বপন, তাকে  সহযোগিতা করেন বাবু ও ফজলে রাব্বি। ম্যান অব দ্যা ম্যাচ সোনাতলা উপজেলার মিম। জুলাই শহীদ মনিরের বাবা মো. শামসুল হক ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল, আতিক প্রমুখ। আগামীকাল সোমবারের খেলায় গাবতলী উপজেলা দল, শিবগঞ্জ উপজেলা দলের মোকাবেলা করবে। খবর বিজ্ঞপ্তি’র।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/140636