জাতীয় স্টেডিয়ামে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ স্থগিত করল এনএসসি
আগামী ১১ ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল লাতিন-বাংলা সুপার কাপের বহুল প্রতীক্ষিত ব্রাজিল ও আর্জেন্টিনার দুই ক্লাবের ম্যাচ। তবে টুর্নামেন্ট জুড়ে অব্যবস্থাপনা, আর্থিক অনিয়ম ও শৃঙ্খলাভঙ্গের একাধিক অভিযোগের পর ম্যাচটি স্থগিত ঘোষণা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক চিঠিতে আয়োজক প্রতিষ্ঠান এএফবি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী পরিচালক রুহুল আমিন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় স্টেডিয়ামের বরাদ্দ বাতিলের পাশাপাশি লাতিন-বাংলা সুপার কাপের শেষ ম্যাচও স্থগিত করা হচ্ছে। এ ছাড়াও আয়োজকদের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উত্থাপন করা হয়েছে।
টুর্নামেন্টের প্রতিটি ম্যাচের টিকিট বিক্রির যে ৫০ শতাংশ অর্থ জাতীয় ক্রীড়া পরিষদে জমা দেয়ার কথা ছিল, তা পরিশোধ করা হয়নি। পাশাপাশি খেলা শেষে স্টেডিয়ামের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা হয়নি এবং স্পন্সরশিপ ও সম্প্রচার স্বত্ব সংক্রান্ত কোনও তথ্যও কর্তৃপক্ষকে দেওয়া হয়নি।
এই আর্থিক ও প্রশাসনিক অনিয়মের জবাবে মন্ত্রণালয় ৯ ডিসেম্বর বিকেল ৪টার মধ্যে টিকিট বিক্রির অর্ধেক আয়সহ সব ধরনের আর্থিক হিসাব জমা দেয়ার নির্দেশ দেয়। তবে পরিস্থিতি এখানেই থেমে থাকেনি।
আরও পড়ুনএ ছাড়াও গতকাল সোমবার (৮ ডিসেম্বর) রাতে জাতীয় স্টেডিয়ামে চলমান ম্যাচ চলাকালীন ক্রীড়া সাংবাদিক রুবেল রেহান বেসরকারি নিরাপত্তা কর্মীদের হামলার শিকার হন। এ ঘটনা ক্রীড়া অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
মন্ত্রণালয় তাদের চিঠিতে সাংবাদিকের ওপর হামলার ঘটনাকে ‘গুরুতর ও অগ্রহণযোগ্য’ উল্লেখ করে এবং ম্যাচ স্থগিতের অন্যতম প্রধান কারণ হিসেবে বিষয়টি তুলে ধরে। ক্রীড়াঙ্গনে শৃঙ্খলা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়াকেও আয়োজকদের বড় দায় হিসেবে চিহ্নিত করা হয়।
এদিকে আয়োজকদের পক্ষ থেকে আগেই ঘোষণা দেয়া হয়েছিল, লাতিন-বাংলা সুপার কাপ উপলক্ষে বাংলাদেশে উপস্থিত থাকবেন বিশ্বকাপজয়ী দুই কিংবদন্তি ফুটবলার কাফু ও ক্যানিজিয়া। তবে টুর্নামেন্টকে ঘিরে সৃষ্ট এই সংকট ও অনিশ্চয়তার কারণে তাদের সফর নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
সব মিলিয়ে অব্যবস্থাপনা, আর্থিক অনিয়ম এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মাঝপথেই মুখ থুবড়ে পড়েছে লাতিন-বাংলা সুপার কাপ। জাতীয় স্টেডিয়ামের বরাদ্দ স্থগিত হওয়ায় এবং মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ফলে এখন অনিশ্চিত হয়ে পড়েছে ১১ ডিসেম্বরের ব্রাজিল–আর্জেন্টিনা ম্যাচসহ পুরো টুর্নামেন্টের ভবিষ্যৎ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








