ভিডিও মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৩:৫১ দুপুর

থাই-কম্বোডিয়া সংঘর্ষে নিহত অন্তত ৭

থাই-কম্বোডিয়া সংঘর্ষে নিহত অন্তত ৭, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার রাতভর থাই বাহিনীর গোলাবর্ষণে আরও দুই কম্বোডীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সংঘাতের দু’দিনে এ নিয়ে দু’দেশে নিহত হয়েছেন সাতজন। নিহত এই সাতজনের মধ্যে ছয়জন কম্বোডিয়ার একজন থাইল্যান্ডের।

নমপেন থেকে এএফপি জানায়, থাই সামরিক বাহিনী মধ্যরাতের পর বানতেয় মিনচেই প্রদেশে গোলাবর্ষণ চালায়। এতে ন্যাশনাল রোড-৫৬ দিয়ে চলাচলকারী দুইজন বেসামরিক নিহত হন। এর আগে সোমবার কম্বোডিয়ার তথ্যমন্ত্রী নেথ ফিয়াকত্রা জানিয়েছিলেন, থাইল্যান্ডের সীমান্তবর্তী প্রদেশ প্রেয়াহ বিহার এবং ওদ্দার মিআনচে-তে কামানের গোলায় অন্তত চারজন বেসামরিক নিহত এবং প্রায় ১০ জন আহত হয়েছেন।

অন্যদিকে থাই সেনাবাহিনী জানিয়েছে, রোববার নতুন সংঘাত শুরু হওয়ার পর তাদের একজন সৈন্য নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। উভয় দেশই নতুন সংঘাতের জন্য একে অপরকে দোষারোপ করছে। সোমবার থাইল্যান্ড কম্বোডিয়ার বিরুদ্ধে বিমান হামলা চালায় এবং ট্যাংক ব্যবহার করে।

আরও পড়ুন

সংঘাতের মূল কারণ হলো এই অঞ্চলের সীমান্ত নিয়ে শত বছরের পুরোনো বিরোধ, যা ফ্রান্সের ঔপনিবেশিক শাসনের সময় নির্ধারিত হয়েছিল। উভয় দেশই সীমান্তবর্তী কিছু মন্দির এলাকার মালিকানা দাবি করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাই-কম্বোডিয়া সংঘর্ষে নিহত অন্তত ৭

আবারও বিয়ের পিঁড়িতে বসছেন ‘পাখি’

মাদারীপুরে প্রেমিকাকে ভিডিও কলে রেখে চিকিৎসকের আত্মহত্যা

ভারত-কানাডার ওপর নতুন শুল্কারোপের হুমকি ট্রাম্পের

ঢাকায় আর্জেন্টিনা-ব্রাজিলের দলের খেলা স্থগিত

পাকিস্তানের নিরাপত্তা চৌকিতে হামলায় ৬ সেনা নিহত