পাকিস্তানের নিরাপত্তা চৌকিতে হামলায় ৬ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলায় ছয় সেনাসদস্য নিহত হয়েছেন। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর তিনজন কর্মকর্তার বরাতে মঙ্গলবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
হামলাটি সোমবার রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে কুর্রাম জেলায় সংঘটিত হয়। এই অঞ্চল আগে উপজাতীয় অঞ্চল হিসেবে পরিচিত ছিল এবং আফগানিস্তান সীমান্তের কাছাকাছি অবস্থিত। বর্তমানে হামলার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
আরও পড়ুনতবে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত ও আটক করতে অভিযান চলছে।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক







