শ্রবণ প্রতিবন্ধী সুমাইয়া রহমান রিয়া অনার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ
স্টাফ রিপোর্টার : বগুড়ার শ্রবণ প্রতিবন্ধী মেয়ে সুমাইয়া রহমান রিয়া এবার জাতীয় বিশ্ববিদ্যালয় অন্তর্ভূক্ত সরকারি আজিজুল হক কলেজ থেকে অনার্স পরিক্ষায় অংশ নিয়ে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন। ভূগোল ও পরিবেশ বিষয়ে নিয়ে পড়া লেখা করে শ্রবণ প্রতিবন্ধী এই শিক্ষার্থী ভাল ফলাফল করেছেন। তার প্রাপ্ত স্কোর ৩.১৮। ২০১৯-২০২০ সেসনের এই শিক্ষার্থীর রোল ৩০৯৮৭৭২।
বগুড়া শহরের ফুলবাড়ি মধ্যপাড়া এলাকার ব্যবসায়ী জাহেদুর রহমান এবং মাসুমা আকতার ফেন্সির তিন সন্তানের মধ্যে তৃতীয় রিয়া বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরিক্ষায় অংশ নিয়ে জিপি এ ৫ (৯০ শতাংশের বেশি নাম্বার) পেয়েছিলেন এবং সরকারি আজিজুল হক কলেজ থেকে এইচ এস সি পরিক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪ পেয়েছিলেন।
আরও পড়ুন২০১৬ সালে রিয়ার আঁকা একটি ছবি তৎকালীন প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কৃত হয়েছিলো এবং এক লাখ টাকা পুরস্কার হিসেবে পেয়েছিলেন। ছবি আঁকতে পছন্দ করা রিয়া এখনো ছবি একে চলেছেন। এই শিক্ষার্থী এখন সরকারি চাকরির আশা করছেন। একটা সরকারি চাকরি পেলে তিনি স্বাবলম্বী হতে পারবেন বলে মত প্রকাশ করেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







