পাবনার চাটমোহরে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ
চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত লকডাউন প্রতিহত করতে ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শাহী মসজিদ মোড়ে অনুষ্ঠিত হয় পথসভা।
পথসভায় বক্তব্য দেন- পৌর যুবদলের আহবায়ক তানভীর জুয়েল লিখন, মো. সাকিব হোসেন, আবুল কালাম আজাদ, ছাত্রদল নেতা রনি হোসেন, সুমন হোসেন রতন প্রমুখ।
আরও পড়ুনএদিকে বুধবার সন্ধ্যায় এবই দাবিতে চাটমোহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতাকর্মীরা। পরে স্থানীয় জিরো পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তারা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ফাঁসির দাবি জানায়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







