বগুড়ায় ১শ’ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ায় ১শ’ পিস ইয়াবাসহ সুমন মিয়া (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ডিবি পুলিশ সদরের বুজরুকবাড়িয়া বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সুমন মিয়া বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ফকিরপাড়া এলাকার মৃত ইজার ফকিরের ছেলে।
বগুড়া ডিবি সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র এসআই মোঃ আরিফুল ইসলামের নেতৃত্বে একটি অভিযানিক দল বুজরকবাড়িয়া বড়িয়া বটতলা চাররাস্তা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে সুমন মিয়াকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ১শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন








