ভিডিও শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১৪ নভেম্বর, ২০২৫, ০৮:৫১ রাত

নীলফামারীর সৈয়দপুরে বাসের ধাক্কায় রিকশা চালক নিহত

নীলফামারীর সৈয়দপুরে বাসের ধাক্কায় রিকশা চালক নিহত। প্রতীকী ছবি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে বাসের ধাক্কায় আবুল  হোসেন(৪৭) নামে এক রিকশা চালক নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর-রংপুর মহাসড়কের সৈয়দপুর ওয়াপদা মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিন্যাকুড়ি এলাকার রিকশাভ্যান চালক আবুল হোসেন প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার দুপুরে যাত্রী পরিবহনের জন্য রিকশা নিয়ে বের হন। সন্ধ্যা সাড়ে ৬টায় যাত্রী নিয়ে নিজ এলাকায় ফেরার সময় তোহা ক্ল্যাসিক নামে একটি বাস রিকশাটিকে ধাক্কা দিলে চালক আবুল হোসেন সড়কে ছিঁটকে পড়েন। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ ঘটনার পরপরই বাস চালক ও হেলপার সটকে পড়েন।

আরও পড়ুন

এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কের ওপর বিক্ষোভ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওয়াদুদ জানান, আইনি প্রক্রিয়া  শেষে  নিহত রিকশা চালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর সৈয়দপুরে বাসের ধাক্কায় রিকশা চালক নিহত

তিন উপদেষ্টাকে অপসারণে সরকারকে নাম দেবে জামায়াত: তাহের

হোটেলে ভক্তের চিঠি পেয়ে আবেগাপ্লুত দীঘি

বগুড়ার তালোড়ায় পানিতে পড়ে শিশুর মৃত্যু

বগুড়ার দুপচাঁচিয়ায় শীতের আগমনে কর্মচঞ্চল হয়ে উঠছে তাঁত পল্লী

ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন