তিন উপদেষ্টাকে অপসারণে সরকারকে নাম দেবে জামায়াত: তাহের
সরকারের তিন উপদেষ্টাকে অপসারণের জন্য শিগগিরই তাদের নামের তালিকা সরকারকে দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে যুগপৎ আন্দোলনে থাকা আট দলের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। সংবাদ সম্মেলনে আট দলের পক্ষে তিন উপদেষ্টার অপসারণ, আলাদাভাবে গণভোটের তারিখ ঘোষণাসহ তিন দফা দাবি তুলে ধরেছেন তিনি।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে তিনজন উপদেষ্টা ‘বিপথে চালিত’ করছেন বলে দাবি করে তাহের বলেন, সরকারের তিন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে ভুল বার্তা দিচ্ছেন এবং একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় নিতে কাজ করছেন। এমন পরিস্থিতিতে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির তাহের বলেন, ‘আমরা পরিষ্কার করে এখন বলতে চাই, এক. প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে যে ভাষণ দিয়েছেন…একই দিনে নির্বাচন গণভোট এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠান, সেটা পরিবর্তন করে অনতিবিলম্বে আলাদাভাবে গণভোট করার তারিখ উনি ঘোষণা করবেন, এটা আমরা আশা করি। দুই. সরকারে কমপক্ষে তিনজন উপদেষ্টা আছেন যারা প্রধান উপদেষ্টাকে মিসগাইড করছেন, আমরা তাদের অপারেশন দাবি করছি। আপনারা হয়ত প্রশ্ন করবেন যে তাদের নাম বলেন। আমরা আজকেও নাম বলতে চাই না। তবে প্রধান উপদেষ্টার কাছে তাদের নাম আমরা প্রেরণ করব।’
তিন নম্বর দাবি তুলে ধরে তিনি বলেন, ‘প্রশাসনের যে সমস্ত পরিবর্তন হচ্ছে সেখানে নিরপেক্ষ, বিশেষ করে সৎ এবং জবাবদিহির আওতায় থাকতে পারে এরকম মনোভাবের লোকদেরকেই নিয়োগ করতে হবে। নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য সেখানে চেষ্টা করতে হবে…আমরা এই তিন দাবি জানাচ্ছি।’
আরও পড়ুনজামায়াতের এই নেতা বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হওয়া জরুরি। গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে হলে গণভোটের বিষয়টি গুরুত্ব হারাবে এবং ভোটারদের আগ্রহও কমে যাবে।
তিনি আরও বলেন, সরকার একটি দলের দাবির মুখে নতি স্বীকার করে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার সিদ্ধান্ত নিয়েছে।
৮ দলের মধ্যে জামায়াত ছাড়া অন্য দলগুলো হলো- ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার একাংশ ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1763130406.jpg)

_medium_1763128884.jpg)




