প্রকাশ : ১৪ নভেম্বর, ২০২৫, ০৬:১৫ বিকাল
শাস্তি হিসেবে জরিমানা গুনল পাকিস্তান
শাস্তি হিসেবে জরিমানা গুনল পাকিস্তান
স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে স্লো ওভাররেটের কারণে আইসিসির সাজা পেয়েছে পাকিস্তান। ক্রিকেটারদের ম্যাচ ফি'র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।
নির্ধারিত সময়ে ৪ ওভার পিছিয়ে থাকার কারণে ম্যাচ ফি'র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে পাকিস্তানের ক্রিকেটারদের। প্রতি ওভারের জন্য ৫ শতাংশ করে জরিমানা করার নিয়ম আছে।
আইসিসির কোড অব কনডাক্টের ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে কোনো দল নির্দিষ্ট ওভার শেষ করতে না পারলে সেই দলের প্রতি ক্রিকেটারকে ম্যাচ ফি'র ৫ শতাংশ করে জরিমানা করা হবে। ১ ওভারের জন্য ৫ শতাংশ মানে ৪ ওভারের জন্য ২০ শতাংশ।
পাকিস্তান ৪ ওভার পিছিয়ে থাকায় নিয়ম অনুযায়ী, ক্রিকেটারদের ম্যাচ ফি'র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার আলি নাকভি পাকিস্তান দলকে এই সাজা দেন। দোষ স্বীকার করে শাস্তি মেনে নেন পাকিস্তানের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। তাই কোনো প্রকার আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
প্রথম ওয়ানডে জিতে সিরিজে এগিয়ে আছে স্বাগতিক পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে বোমা হামলা হওয়ায় এই সিরিজের সূচিতে পরিবর্তন এসেছে। যার ফলে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে শুক্রবার (১৪ নভেম্বর)।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1763121701.jpg)




_medium_1763050587.jpg)
